সুব্রত রায়, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিলটি আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে “অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল” অ্যামেনমেন্ট) বিল ২০২৪।” বিলটি বিধানসভায় পেশ করবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে, বাংলার ক্ষেত্রে তার কিছু সংশোধন আনা হচ্ছে। চটজলদি বিচারের জন্য শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে। নারী ও শিশুদের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য,তাই বেশ কিছু বিধি যোগ হচ্ছে। দ্রুত বিচারের বিধান যাতে হয়। ডেডিকেটেড বিশেষ আদালত। ডেডিকেটেড তদন্তাকারী দল। এই তদন্তকারী দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে নতুন আইনে।
নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। নূন্যতম সাতদিনের মধ্যে শেষ করতে হবে গুরুতর অপরাধের ক্ষেত্রে। এটা আগে ছিল নূন্যতম এক মাস।
যেখানে মূল আইনে এক বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা ছিল। সেটা সংশোধন করে এক মাসের মধ্যে করতে বলা হয়েছে নতুন আইনে। মূল আইনে কোনও থানায় ঘটনা নথিভুক্ত করার পর সেটা দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা ছিল। সেটা ২১ দিনের মধ্যে শেষ করতে হবে সংশোধনীতে আছে।
যদি কোনও ক্ষেত্রে দেখা যায় ২১ দিনে তদন্ত শেষ করতে পারছে না। সেটা ১৫ দিন অতিরিক্ত সময় দিতে পারবে। তবে সেটি জেলা পুলিশ সুপার পদমর্যাদার কাউকে দায়িত্ব দিতে হবে।
ধর্ষণে শাস্তি যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা অথবা মৃত্যু হবে।গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা ও আমৃত্যু কারাদন্ড ও মৃত্যু দন্ড হতে পারে।
ধর্ষণের অভিযোগের পাশাপাশি, ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যু হলে অভিযুক্তের মৃত্যুদন্ড ও জরিমানা যাতে হয় সে কথা নতুন আইনে উল্লেখ থাকবে।কোমায় চলে গেলে এখানেও মৃত্যুদন্ড ও জরিমানা যাতে হয় সে বিষয়টি থাকবে।সব মামলা হবে জামিন অযোগ্য ধারায়। দুদিনের বিধানসভার এই বিশেষ অধিবেশনে নতুন আইন পাস করার পর তা অনুমোদনের জন্য রাজ্য পাঠাবে রাজ্যপাল তথা দিল্লিতে রাষ্ট্রপতির কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct