আপনজন ডেস্ক: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী মহা বিকাশ আঘাদি (এমভিএ) ক্ষমতাসীন মহা ইউতি জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করার পরেও সোমবার দলের বিধায়ক নীতেশ রানের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রানেকে বলতে শোনা যায়, রামগিরি মহারাজের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা আপনাদের মসজিদে ঢুকে এক এক করে মারব। এটা মাথায় রাখবেন। রবিবার আহমেদনগর জেলার শ্রীরামপুর ও তোপখানা এলাকায় হিন্দু সাধু মহন্ত রামগিরি মহারাজের সমর্থনে দুটি জনসভায় ভাষণ দেন রানে। উল্লেখ্য, নাসিকের সিন্নার তালুকের শাহ পঞ্চালে গ্রামের রামগিরি মহারাজ গত মাসে মুহাম্মদ সা,কে নিয়ে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। যার ফলে ছত্রপতি সম্ভাজি নগর সহ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct