এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষক মহাশয় কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন, তিনি আর বিদ্যালয়ে আসবেন না, খবর পেয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বর্তমানের পাশাপাশি প্রাক্তন পড়ুয়ারাও৷ তাঁদের প্রিয় স্যারকে বিদায় জানাতে আবেগাপ্লুত হয়ে অশ্রুসজল চোখে অস্ফুট স্বরে তাঁদের মুখ থেকে বেরিয়ে আসে, ‘স্যার আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন।’ নিজেকে সামলে নিয়ে শিক্ষক মহাশয়ও তাঁর জন্য দোয়া করতে বলেন। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের গাদপুকুরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিয়ার রহমান মল্লিকের অবসর গ্রহণের দিন এমনটাই চিত্র দেখা গেল। রবিবার এই উপলক্ষে মাদ্রাসার সেমিনার হলে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ সময়ে বক্তারা তাঁর শিক্ষকতা জীবনের উজ্জ্বল অধ্যায় সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন।
জানা গিয়েছে, অশিক্ষার অন্ধকার দূর করে সুশিক্ষার আলো জ্বালাতেই অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে মশিয়ার সাহেব মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন ১৯৯২ সালের ১ অক্টোবর। সেই থেকে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করে এসেছেন। মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি তিনি গরীব, দুঃস্থ পড়ুয়াদের নিঃস্বার্থভাবে অবসর সময়ে পাঠদান-সহ, তাদের প্রয়োজনীয় বই-খাতা এমনকি আর্থিকভাবেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মশিয়ার মল্লিক সাহেব পড়ুয়াদেরকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সমস্ত শিক্ষকদের উদ্বুদ্ধ করতেন।
অবসর গ্রহণের দিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর স্মৃতি রোমন্থনে হৃদয়স্পর্শী পরিবেশ তৈরি হয়। অতীতের স্মৃতি স্মরণ করে এলাকার অনেক প্রাক্তনী থেকে সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মুখে ছিল বিদায়ী শিক্ষকের প্রশংসা। তাঁদের প্রিয় স্যারকে বিদায় জানাতে এসে সকলেই কার্যত ভারাক্রান্ত হন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রণঘাট অঞ্চল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শান্তনু দে, মালিপোতা গ্রাম পঞ্চায়তের প্রধান দেবব্রত মণ্ডল, বিশিষ্ট সাংবাদিক এম এ হাকিম, মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক মজিদ মণ্ডল, সমাজকর্মী লুতফর রহমান, কঙ্কন হালদার, দীপক ঘোষ, আব্বাস মণ্ডল, শহীদুল্লাহ মণ্ডল, মাদ্রাসার প্রাক্তন সম্পাদক আসিরুদ্দিন মণ্ডল, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার বাসিন্দারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মিনহাজউদ্দিন মণ্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct