সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: গত ২৮ শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর এর ঘটনার প্রেক্ষিতে এবং বিজেপির বাংলা চক্রান্তের বিরুদ্ধে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। ৩০ শে আগস্ট তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজে কলেজে অবস্থান বিক্ষোভ।৩১ শে আগস্ট ব্লক অফিসের সামনে তৃনমূল কংগ্রেসের অবস্থান এবং ১ লা সেপ্টেম্বর মহিলা তৃনমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেন রাজ্য ব্যাপী।সেই মোতাবেক ১ লা সেপ্টেম্বর রবিবার রাজ্যের বিভিন্ন জেলার ন্যায় বীরভূম জেলার প্রতিটি ব্লক পর্যায়ে মহিলা তৃনমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অনুরূপ এদিন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করে দোষীদের ফাঁসির দাবিতে রাজনগর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । রাজনগর ব্লক এলাকার পাঁচটি অঞ্চলের প্রায় দুই হাজার মহিলা তৃণমূল কর্মী এই মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, মহিলা সভানেত্রী চিত্রলেখা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মিছিলের পর একটি পথসভা করা হয়। সেই পথসভায় সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, আর জি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং দোষীদের ফাঁসির দাবিও জানানো হয়েছে। কিন্তু সিপিআইএম, কংগ্রেস আর বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। তারই প্রতিবাদ করে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিজেপিকে কটাক্ষ করে বলেন, যাদের পায়ের তলায় মাটি নেই তাদের বড় বড় কথা। আগে আমরা বলতাম বদলা নয়-বদল চাই, কিন্তু এখন বলছি বদল নয় বদলা চাই। এরকমভাবেই বিজেপিকে হুমকি দিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুরূপ খয়রাসোল ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসের সামনে অস্থায়ী মঞ্চে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। এখানে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা,
রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী,সহ-সভানেত্রী কেনিজ রাশেদ, রুনু সিংহ প্রমুখ নেতৃত্ব। এরূপ কর্মসূচি দুবরাজপুর, ইলামবাজার, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট সহ জেলার প্রতিটি ব্লক এলাকায় হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct