সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। প্রায় ২০ দিন অতিক্রান্ত হলেও দীর্ঘদিন ধরে ধীর গতিতে তদন্ত করার কারণে বিরোধীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূলের। সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে শনিবার প্রতিবাদ মিছিল করা হয় দুই ব্লকেই। রবিবার লালবাগে বিডিও অফিসের সামনে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক মহিলা তৃণমূলের অবস্থান-বিক্ষোভ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদিকা শাওনী সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম মহম্মদ আকবরী সহ ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা। অন্যদিকে ভগবানগোলা এক ব্লক তৃণমূলের অবস্থান বিক্ষোভ করা হয় রামবাগ বাসস্ট্যান্ড নেতাজি মূর্তির পাদদেশে। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান। রবিবার মহিলা তৃণমূলের অবস্থান বিক্ষোভে শাওনী সিংহ রায়ের পাশাপাশি স্থানীয় বিধায়ক তথা ব্লক সভাপতি রেয়াত হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য আবু সায়েম রিপন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct