নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় হাওড়া জেলা হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে এবার সুপারকে ঘিরেই তুমুল বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছেন বাম যুব কর্মীরা। তাদের দাবি এই ঘটনায় সুপারকে অপসারণ করতে হবে। সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলছে। এর জেরে তীব্র উত্তেজনা হাসপাতাল চত্বরে। উল্লেখ্য, হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় রবিবার সকালে হাসপাতালের ইমারজেন্সি গেটের বাইরে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বাম নেতা বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। তাদের অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে ১৩ বছরের নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। চিকিৎসারত অবস্থায় সিটি স্ক্যান করার সময় তার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে কিন্তু সরকারি হাসপাতালে আবার এই ধরনের ঘটনায় সরকারি হাসপাতালে নিরাপত্তা কোথায়?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct