আপনজন ডেস্ক: রাশিয়ার নিখোঁজ এমআই-৮ হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে। পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের মধ্যে কোন যাত্রীকেই জীবিত পাওয়া যায়নি।
রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, হেলিকপ্টারের ২২ যাত্রীর কেউ বেঁচে নেই।
প্রতিবেদনে বলা হয়, তিনজন ক্রু ও ১৯ জন যাত্রী নিয়ে এমআই-৮টি হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইভকা গ্রামে যাচ্ছিল। এর আগে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়।
১৯৬০ এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর আগে, গত ১২ আগস্ট ১৬ আরোহী নিয়ে কামচাটকায় আরেকটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কামচাটকা উপদ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে ও আলাস্কার ২ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct