বাইজিদ মণ্ডল, পোলেরহাট, আপনজন: শনিবার গভীর রাতে নিউটাউনে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন নাসিরউদ্দিন মণ্ডল। হয়েছেন। তার বাড়ি ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত টোনাউড়িয়া পাড়ায়। পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার রাতে নিউটাউনে ইকো পার্কের সামনে সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন নাসিরউদ্দিন। সেই সময় বাইকে করে এসে দুজন দুষ্কৃতী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে আসেন ঘটনাস্থলে। লোকজনের ভিড় দেখে চম্পট দেয় আততায়ীরা।
এরপর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ তদন্তে নেমে দুজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জেরায় বেশকিছু অসংগতি পায়। সেই কারণে কাজী রফিকুল ইসলাম নামে তার বিজনেস পার্টনারকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। খবর পেয়ে রবিবার ভাঙড়ের বাসিন্দা নিহত নাসির উদ্দিন মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, জানান সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তাটুকুও অবহেলিত। এই খুনের ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। আইএসএফ চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক নওসাদ সিদ্দিকী মৃতের পরিবারের সাথে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন। পুলিশ ইতিমধ্যে এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করেছে বলে তিনি জানান। এছাড়াও প্রয়োজনে আইনি সহায়তা সহ যে কোন প্রয়োজনেএই পরিবার চাইলে তিনি তা প্রদান করবেন বলে পরিবারটিকে জানিয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ যদি তদন্তে গড়িমসি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে রাস্তায় নেমে আন্দোলনে যাওয়া হবে বলে। তবে আশা প্রকাশ করেন, পুলিশ শীঘ্রই এই তদন্তের কাজ শেষ করে প্রকৃত খুনিদের গ্রেফতার করবে। ভাঙড়ের বিধায়কের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য রাইনুর হক মোল্লা, স্থানীয় পঞ্চায়েতের সদস্যা সহ আইএসএফের আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct