সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর যুবক সাবির মল্লিক পেটের তাগিদে সুদূর হরিয়ানা রাজ্যে কাজে গিয়েছিলেন। ইচ্ছা ছিল উপার্জন করে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের। গত ২৭শে আগস্ট পরিযায়ী শ্রমিক গোরক্ষা কমিটির হাতে নৃশংসভাবে খুন হয় বলে অভিযোগ। হরিয়ানার চখরি দাদরির বস্তিতে কাগজ কুড়ানোর ব্যবসায়ে লিপ্ত থাকা সাবির মল্লিককে গোমাংস রান্নার করার সন্দেহে তাকে পিটিয়ে মারে গোরক্ষকরা। এই নৃশংস খুনের ফলে অকালে ঝরে গেছে একটি তরতাজা বাঙালি যুবকের প্রাণ। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর এমন মর্মান্তিক মৃত্যুতে বাসন্তীর ওই যুবকের পরিবার বর্তমানে অসহায়। রবিবার দুপুরে প্রত্যন্ত বাসন্তী ব্লকের বল্লারটোপ গ্রামে অসহায় পরিবারের পাশে হাজির হলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল, বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার সহ রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, মাইনোরিটি ভোকেশনাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাবির গফফার, বাসন্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজা গাজী, কামাল উদ্দিন লস্কর, সমাজসেবী মন্টু গাজী, শ্রীদাম মন্ডল, তাপস মন্ডল সহ অন্যান্যরা। এদিন দুপুরে মৃতের পরিবারের কাছে এই বিশেষ প্রতিনিধি দল পৌঁছায়।
এদিন মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ৩ লক্ষ টাকা ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে ৬০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। এছাড়াও রাজ্যসভার সাংসদ জানিয়েছেন, দরিদ্র পরিবারের জন্য যাতে একটি চাকরির ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও করা হবে। হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার সেদিকেও নজর দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct