মোস্তাফিজুর রহমান, নৈহাটি, আপনজন: সমীকরণ ছিল; শেষ ছয়ে জায়গা করতে গেলে জিততেই হত মহামেডানকে।নতুবা তাকিয়ে থাকতে হত ইউনাইটেডের হারের দিকে।
ইউনাইটেড হারল, মহামেডান সুপার সিক্সেও জায়গা করে নিল। তবে ইউনাইটেডের দয়ায় বলবো না,বরং নিজের কৃতিত্বেই হয়তো যেত বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে।
রবিবাসরীয় দুপুরে নৈহাটিতে প্রত্যাশা মতোই মেসারার্সের সাথে প্রথমার্ধে এগিয়ে যায় মহামেডান।
৬ মিনিটের মাথায় সাকা গোল করেন।প্রথম একাদশের মহীতোষ, সজল,তন্ময়’দের মতো একাধিক সিনিয়র খেলোয়াড় ছাড়াই আক্রমনাত্মক শুরু করে হাকিম, বেলাল খানদের মহামেডান স্পোর্টিং। কিন্তু দ্বিতীয়ার্ধে বৃষ্টির থাবায় ম্যাচ বেশী এগোনো সম্ভব হয়নি।ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করতে বাধ্য হন রেফারি।ম্যাচের বাকি অংশটি দু-একদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এদিকে সুপার সিক্সে নির্ধারিত হয়ে গেল ৬ টি দল।
দলগুলি যথাক্রমে: ডায়মন্ড হারবার, ভবানীপুর, ইস্টবেঙ্গল, সুরুচি সংঘ, মহামেডান ও কাস্টমস্।
অপরদিকে প্রস্তুতি ম্যাচে আবার জয় পেল মহামেডান স্পোর্টিংয়ের আইএসএল স্কোয়াড।প্রদর্শনী ম্যাচের পর এদিন অনুশীলন ম্যাচেও কোঝিকড়ের কালিকট ফুটবল ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারায় কলকাতার অন্যতম প্রধান। মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফরওয়ার্ড ছাররা। পরপর দুই ম্যাচ জিতে আইএসএলে ভালো ফলের ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস।
দলের খেলায় উচ্ছ্বসিত দীপেন্দু বিশ্বাস দলের খেলোয়াড়দের খেলায় যে বেশ সন্তুষ্ট,তা তাঁর ফোনের ওপারে গলা শুনেই বোঝা গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct