নিজস্ব প্রতিবেদক, বংশীহারি, আপনজন: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেস এডুকেশনাল হাব-এর উদ্যোগে ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুমুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গত ১৮ আগস্ট ছিল এই পরীক্ষার প্রথম পর্ব। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং-এর বিভিন্ন স্কুল থেকে প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয় এই পরীক্ষায়। আগামী ১লা সেপ্টেম্বর এই পরীক্ষার দ্বিতীয় পর্ব। ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজক সংস্থা বেস এডুকেশনাল হাব-এর সম্পাদক খাদেমুল ইসলাম জানালেন আগামী রবিবার এই পরীক্ষা হবে দক্ষিণ দিনাজপুরের চারটি কেন্দ্রে। পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন প্রতিটি কেন্দ্রের সুপারভাইজার সহ চারজনের টিম। সকলেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন।দ্বিতীয় পর্বের এই পরীক্ষায় অংশ নেবে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী। তাদের মধ্যে এই মুহূর্তে দারুন উত্তেজনা। উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে অভিভাবকদের মধ্যেও। তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আমাদের সঙ্গে। এই পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এককালীন স্কলারশিপ এবং বিশেষ কিছু পুরস্কার, জানালেন খাদেমুল ইসলাম। তিনি আরো বলেন, স্কলারশিপ প্রদান করা হবে আগামী ৮-ই সেপ্টেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক রঞ্জন মন্ডল, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক সচিব সৈয়দ নাসির উদ্দিন, বিশিষ্ট শিক্ষক ও লেখক ডঃ সন্দীপ রায়, মুখলেসুর রহমান, জ্যোতির্ময় চক্রবর্তী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct