সুব্রত রায়, কলকাতা, আপনজন: আইন হচ্ছে ।বাড়ি করতে গেলে অনেক সময় মাস্তানি হয়। আমরা এখন বলে দিয়েছি লক বুক করতে হবে। যদি কিছু ফের বদল করা হয়। ছোটখাট কিছু হলে রুল ২৬ প্রয়োগ হবে। কোথায় যাওয়ার দরকার নেই। অনেক সময় ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে। ৪০১ তখন করা হবে যখন কিছু বড় বেআইনি নির্মাণ হচ্ছে। ৪০১ না মানলে ৪০৮ হবে। শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ধর্মতলাতে একটা টয়লেট আছে সেটা বন্ধ। সেটা দেখাশুনা পিডবলুডি করে। বিল্ডিং সামগ্রী অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকার জন্য জল জমে যাচ্ছে। অনেক সময় স্টোন চিপের জন্য দুর্ঘটনা ঘটছে। তার জন্য সবাইকে নোটিশ দিয়ে বলতে হবে। রাস্তায় কোনো রকম বালি, পাথর ফেলা যাবে না। বিল্ডিং হচ্ছে সেটা খুলে কাজ করা যাবে না। ১০০% চট দিয়ে ঘিরে নির্মাণের কাজ করতে হবে। আর উপরে জাল দিয়ে ঘিরে দিতে হবে। বিপদজনক বাড়ির ক্ষেত্রে কভার করে কাজ করতে হবে। সিঙ্গেল ইউজ কারখানা অনেক জায়গায় চলছে। সেটা আমরা জানিয়ে ছিলাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। কিন্তু এখনো অনেক জায়গায় বেআইনি প্লাস্টিক উৎপাদনের কাজ চলছে। ৭৭.৮৩,%ডেঙ্গি , ম্যালেরিয়া ৫৪.২৩% রয়েছে । পুজোর সময় সমস্ত ক্লিনিক খোলা থাকবে। টেস্টিং খোলা থাকবে। আরজি কর কান্ডে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করেছে বলে ডিএনএ টেস্টে রিপোর্ট এসেছে। ধর্ষকের ফাঁসি চাই।এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার বার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলছেন। দ্রুত আইন করতে হবে। মোট সিভিক ভলান্টিয়ার কত, জানতে হবে। সব সিভিক ভলান্টিয়ার খারাপ তো নয়। সব সাংবাদিক খারাপ নয়। মুখ ফসকে বলে ফেলেন সাংবাদিক সারদায় গ্রেফতার হয়েছে। রোজ ভ্যালিতে গ্রেফতার হয়েছে। সব পুলিশ কি খারাপ। মানুষের মধ্যে ভালো ও থাকতে পারে, খারাপ ও হতে পারে। তার মানে এটা নয় যে, সবার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে, বলেন ফিরহাদ হাকিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct