নকীব উদ্দিন গাজী ও চন্দনা বন্দ্যোপাধ্যায়, বাসন্তী, আপনজন: ভিন রাজ্যে কাজে গিয়ে গোরক্ষকদের হাতে মৃত্যু বাসন্তীর যুবক সাবির মল্লিকের বাড়িতে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল বিধায়করা দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। হরিয়ানায় গোমাংস রান্না করার কথিত অভিযোগে গোরক্ষকরা পিটিয়ে হত্যা করেছে বাসন্তীর বল্লারটপ এলাকার বাসিন্দা সাবির মল্লিককে। শুক্রবারই সাবিরের দেহ ফেরে বাসন্তীর বাড়িতে। ঘটনার খবর পেয়েই শনিবার বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার যান বল্লারটপ গ্রামে। কথা বলেন মৃতের পরিবারের সাথে। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিবারের হাতে তুলে দেন তিনি। বিডিও বলেন, “এই এলাকার এক পরিযায়ী শ্রমিক হরিয়ানায় কাজে গিয়েছিলেন। সেখানে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের পাশে সরকার রয়েছে। সেই বার্তা দিতেই ওনাদের বাড়িতে এসেছিলাম।” এছাড়া, এদিন দুপুরে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল নিজেও যান বল্লারটপ গ্রামে। কথা বলেন মৃতের পরিবারের সাথে। ব্যক্তিগত ভাবে কিছু আর্থিক সাহায্যও করেন বিধায়ক। তিনি বলেন, হরিয়ানায় আইনশৃঙ্খলার এতটাই অবনতি যে শ্রমিককে পিটিয়ে মারছে প্রকাশ্যে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct