আপনজন ডেস্ক: চরখি দাদরি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি শনিবার বলেছেন, গ্রামবাসীরা গরুকে শ্রদ্ধা করে। তাই যদি তারা কোনও অপ্রীতিকর পরিস্থিতি সিৃষ্টি করে তাহলে ‘তাদের থামাতে পারে কার সাধ্যি।’। পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গোমাংস রান্নার কথিত অভিযোগে গোরক্ষকদের দ্বারা পিটিয়ে হত্যা করা নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী যদিও এও বলেছেন, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা উচিত নয়। জনগণকে এই ধরনের কাজে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সাংবাদমাধ্যম এএনআইকে তিনি বলেন, গণপিটুনির মতো কাজ করা ঠিক নয়। কারণ গোরক্ষার জন্য বিধানসভায় কঠোর আইন করা হয়েছে এবং এ নিয়ে কোনও আপস করা হয়নি।. তাই এই ধরনের কাজ করা অনুচিত। উল্লেখ্য, ২৭ আগস্ট গোমাংস রান্না করা হয়েছে এই সন্দেহে চরখি দাদরির বস্তিতে থাকা কাগজ কুড়ানোর কাজে লিপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীন পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করে একদল গোরক্ষক।
যদিও এই ঘটনায় গোরক্ষক অভিযুক্ত অভিষেক ওরফে শকা, রবিন্দর ওরফে কালিয়া, মোহিত, কমলজিৎ ও সাহিল ওরফে পাপ্পি সহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় জড়িত দুই নাবালক-সহ পাঁচজনকেই হেফাজতে নিয়েছে পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাধরার ডেপুটি পুলিশ সুপার ডিএসপি ধীরজ কুমার বলেছেন,
পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সক্রিয়ভাবে মামলাটি নিয়ে তদন্ত করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct