আপনজন ডেস্ক: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর হরিয়ানা রাজ্য সম্পাদক চরখি দাদরিতে তথাকথিত গোরক্ষকদের কর্মীদের দ্বারা পশ্চিমবাংলা পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিএমের রাজ্য সম্পাদক সুরেন্দ্র সিং এই ধরনের অপরাধমূলক ঘটনার জন্য বিজেপির রাজনীতিকেই দায়ী করেছেন। রাজ্যে ১০ বছরের বিজেপি শাসনে সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে। গোরক্ষা ও ধর্মীয় রক্ষার নামে সশস্ত্র স্কোয়াড গঠন করে তাদের সরকারি ও প্রশাসনিক সুরক্ষা দেওয়া হয়। বস্তিতে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের উপর গো মাংস খাওয়ার সন্দেহের ভিত্তিতে নির্মম হত্যা করা হয়েছে। দলের দাবি, এই অপরাধে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ডাতে অপরাধীরা আর সাহস না পায়। এছাড়া নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিজেপি শাসনে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও অভিযোগ সিপিএমের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct