এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: সম্প্রতি হাইকোর্টের নির্দেশে নিয়োগের ক্ষেত্রে তৎপরতা গ্রহণ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন ৷ ২০১০ সালের সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর অর্থাৎ ১৪ বছরের ব্যবধানে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে ৷ পরীক্ষায় বসছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৭৩ হজার ৯৭৮ জন ছেলে মেয়ে ৷ ২০১০ সালের নভেম্বর মাসে মাদ্রাসাগুলিতে গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয় । পরীক্ষায় বসেন প্রায় পাঁচ লক্ষ ছেলে মেয়ে ৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন ৯৮ হাজার ৫৫৫ জন ৷ তার পরের বছর অর্থাৎ ২০১১ সালের মার্চ মাসে সফল ৯৮ হাজার ৫৫৫ জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়। তার পর প্রায় ১৪ বছর কেটে গেলেও ফল জানতে পারেননি পরীক্ষার্থীরা । সংশ্লিষ্ট ওই পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে, পরে এই নিয়ে অনেক মামলাও হয় আদালতে, বিচারাধীন বিষয় হওয়ায় মামলাগুলির নিষ্পত্তির আগে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়াও ৷ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফের পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল । তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট । সম্প্রতি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ওই পরীক্ষার ফলাফল তিন মাসের মধ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে ।
কমিশনের পক্ষ থেকে ১লা আগস্ট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট 1st SLST(NT) Group-D পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে। সেই সঙ্গে জানানো হয়, মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ‘1st SLST (NT)-Group-D’-এ 28.11.2010 তারিখে অনুষ্ঠিত Preliminary Screening Test-এ যে ৭৩৯৭৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29.05.2011 তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের ১সেপ্টেম্বর ২০২৪ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে। প্রশ্ন উঠছে, প্রিলিমিনারি পরীক্ষায় সফল ৯৮ হাজার ৫৫৫ জনের মধ্যে ২৪ হাজার ৫৭৭ জনের পরীক্ষা সম্পন্ন হলেও একই সাথে বাকি ৭৩ হাজার ৯৭৮ জনের পরীক্ষা কেন নেওয়া হয়নি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct