নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: শিশু সুরক্ষা, শিশুর অধিকার ও শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হল মেদিনীপুর গ্রামীণের এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানে। গত কয়েকদিন ধরেই মেদিনীপুর সদরের অন্তর্গত বেশ কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর শিক্ষা দফতরের উদ্যোগে ও জয়প্রকাশ ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ, কলকাতা’র সহযোগিতায়। মূলত, কম বয়সে বিবাহ, ভ্রূণ হত্যা, শিশুর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শিশুর অধিকার বিষয়ক বক্তব্য পেশ করা হয়। একটি শিশুর বেঁচে থাকার অধিকার, শিশুর বৃদ্ধি, শিশুর পুষ্টি বিষয়ক আলোচনা গুলিও তুলে ধরা হয়। আলোচনাকে আকর্ষণীয় ও মনোগ্রাহী করে তোলার জন্য একটি যাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শতাধিক পড়ুয়া আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
কর্মসূচিতে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন ‘জয়প্রকাশ ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ’ এর পক্ষ থেকে সোমা দাস, জয়প্রকাশ সিনহা, ‘চাইল্ড প্রোটেকশন অফিসার, এন.আই.সি., মেদিনীপুর বি.এস.সি. নার্সিং কলেজের অধ্যাপিকা মানসিক রোগ বিশেষজ্ঞ চন্দ্রিমা পাল এবং অঞ্জন দাস। শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ক একটি কর্মসূচি গ্রহণ করার জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ নুর আলম উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন। উনি বলেন - ‘বর্তমান সামাজিক পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সচেতন করার জন্য এহেন উদ্যোগ অবশ্যই প্রয়োজন।’ মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন - শিক্ষক নরসিংহ দাস, আজিবুর রহমান, সুজয় মন্ডল, অলকেশ অট্ট, সাহিদা বেগম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct