সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: দেনা শোধ করার উদ্দেশ্য কেরলে পাড়ি দিয়েছিলেন বয়স ৪২ এর রাজাকুল সেখ।গত আড়াই মাস আগে কেরলে কাজে গিয়ে ঢালায়ের কাজ শুরু করেন,মাঝে ভূমিধসের কারণে কাজ না হলেও বাড়ি ফিরতে পারেনি দেনার দায়ে।তার পরে হঠাৎ জ্বর ও বুকের অসুখে অসুস্থ হয়ে পড়ে গত এক মাস সেই অসুস্থতার মধ্যেও কাজ করে যাচ্ছিল।তার পরে বুকের অসুখ বেড়ে যাওয়ার আজ অর্থাৎ শুক্রবার বাড়ি ফেরার কথা থাকলেও আর বাড়ি ফেরা হলো না,এবার কফিন বন্দী হয়ে বাড়ি ফিরতে হচ্ছে,পরিবার সূত্রে জানাযায় গত রাত্রিতে ভালোই কথা বলেছিল স্ত্রীর সঙ্গে,কিন্তু সকালে আর ঘুম ভাঙ্গেনি চিরো ঘুমের দেশে চলে যায় রাজাকুল।
এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে কেরলের কান্নানতালা এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গা গ্রামের সরদার পাড়া এলাকায়।
মৃতের স্ত্রী বলেন রাত্রিতে ভালোই কথা বলল,প্রতিদিনের মত শুক্রবার সকালেও স্বামীর সঙ্গে কথা বলার জন্য ফোন করলে ফোন তুলে না একাধিক বার ফোন করার পরে রুমের একজন ফোন ধরে জানান যে রাজাকুল ঘুমের মধ্য চিরো ঘুমের দেশে চলে গেছে ,মৃতের স্ত্রী আরো বলেন আমার পরিবারের একমাত্র উপার্জন কারী হঠাৎ এইভাবে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি কি ভাবে দুই মেয়ে এক ছোটো ছেলে কে নিয়ে সংসার চালানো।তার উপরে অনেক টাকা দেনা রয়েছে।এখন দেনা শোধ করবো না সংসার চালাবো,পরিবার ও প্রতিবেশীরা সরকারি সাহায্য আবেদন জানান সরকারের কাছে ।তবে স্বামীর মুখটা শেষবারের মত দেখা কিভাবে হবে সেই নিয়েও চিন্তিত মৃতের পরিবার,সরকারি বা বেসরকারি ভাবে মৃত দেহ নিয়ে আনার আবেদন জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct