আপনজন ডেস্ক: নতুন কাঠামোর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র হয়ে গেল গতকাল। ৩৬টি দল খুঁজে পেয়েছে তাদের প্রথম পর্বের আট প্রতিপক্ষ। সেই সঙ্গে জেনেছে কার সঙ্গে ম্যাচ নিজেদের মাঠে আর কার সঙ্গে প্রতিপক্ষের মাঠে। স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে লিগ পর্বের ম্যাচ নির্ধারিত হওয়ার পর এবার পালা লড়াইয়ের আগাম হিসাব–নিকাশের।
অংশগ্রহণকারী ৩৬ দলকে উয়েফা র্যাঙ্কিং মডেল অনুসারে চারটি পটে ভাগ করা হয়েছিল। প্রতি পটে ৯ দল। এই দলগুলো চার পটের প্রতিটি থেকে ২টি করে প্রতিপক্ষ পেয়েছে। ২০২৪–২৫ চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ইউরোপের কিছু বড় দল কেমন করতে পারে, এ নিয়ে বিশ্লেষণ করেছে ইএসপিএনসকার। দেখে নেওয়া যাক, বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার কেমন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে, ম্যানচেস্টার সিটিই–বা কতটা সহজ বা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে পারে।
ম্যানচেস্টার সিটি
হোম: ইন্টার মিলান, ক্লাব ব্রুগা, ফেইনুর্দ, স্পার্তা প্রাহা
অ্যাওয়ে: পিএসজি, জুভেন্টাস, স্পোর্তিং লিসবন, স্লোভান ব্রাতিসলাভা
শেষ ষোলোর সম্ভাবনা: পয়েন্টে সেরা আটে থাকা উচিত। না থাকলে ব্যাপারটা হতাশার।
লিভারপুল
হোম: রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল, বোলোনিয়া
অ্যাওয়ে: লাইপজিগ, এসি মিলান, আইন্দহফেন, জিরোনা
শেষ ষোলোর সম্ভাবনা: আট ম্যাচেরই সব কটিই জেতার সম্ভাবনা আছে।
আর্সেনাল
হোম: পিএসজি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেব, মোনাকো
অ্যাওয়ে: ইন্টার মিলান, আতালান্তা, স্পোর্তিং লিসবন, জিরোনা
শেষ ষোলোর সম্ভাবনা: অ্যাওয়ে রেকর্ড ভালো করতে পারলে সহজেই পরের ধাপে চলে যাওয়ার কথা।
বায়ার্ন মিউনিখ
হোম: পিএসজি, বেনফিকা, দিনামো জাগরেব, স্লোভান ব্রাতিসলাভা
অ্যাওয়ে: বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, ফেইনুর্দ, অ্যাস্টন ভিলা
শেষ ষোলোর সম্ভাবনা: পয়েন্ট তালিকার সেরা আটে থেকেই পরের ধাপে উঠে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই।
বার্সেলোনা
হোম: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, ইয়ং বয়েজ, ব্রেস্ত
অ্যাওয়ে: বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা, ক্রাভেনা জেদজা, মোনাকো
শেষ ষোলোর সম্ভাবনা: পয়েন্ট তালিকার সেরা আটে থাকবে কি না, এখনই পরিষ্কার নয়। আর সেরা আটে না থাকলে পরের পর্বে যাওয়ার জন্য প্লে–অফ খেলতে হবে।
রিয়াল মাদ্রিদ
হোম: বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, সালজবুর্গ, স্টুটগার্ট
অ্যাওয়ে: লিভারপুল, আতালান্তা, লিল, ব্রেস্ত
শেষ ষোলোর সম্ভাবনা: যে দল ম্যাচের নব্বই মিনিটে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে ঘুরে দাড়ায় এবং সেটা নিয়মিতই করে, সে দলকে নিয়ে নেতিবাচক চিন্তা কে করবে!
পিএসজি
হোম: ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ, পিএসভি, জিরোনা
অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, সালজবুর্গ, স্টুটগার্ট
শেষ ষোলোর সম্ভাবনা: পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই, তবে সেরা আটে থাকাটা কঠিন। সে ক্ষেত্রে প্লে–অফের ওপর নির্ভর করতে হবে।
আতলেতিকো মাদ্রিদ
হোম: লাইপজিগ, লেভারকুসেন, লিল, স্লোভান ব্রাতিসলাভা
অ্যাওয়ে: পিএসজি, বেনফিকা, সালজবুর্গ, প্রাহা
শেষ ষোলোর সম্ভাবনা: সম্ভাবনা আছে, তবে প্লে–অফে খেলতে হতে পারে।
বরুসিয়া ডর্টমুন্ড
হোম: বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, সেল্টিক, স্ত্রাম গ্রাজ
অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগা, দিনামো জাগরেব, বোলোনিয়া
শেষ ষোলোর সম্ভাবনা: পয়েন্ট তালিকার সেরা আটে থেকে পরের পর্ব নিশ্চিত করার সুযোগ যথেষ্টই।
লেভারকুসেন
হোম: ইন্টার মিলান, এসি মিলান, সালজবুর্গ, প্রাহা
অ্যাওয়ে: লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, ব্রেস্ত
শেষ ষোলোর সম্ভাবনা: পরের পর্বে যাওয়ার জন্য প্লে–অফে খেলতে হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct