হাসান লস্কর, পাথরপ্রতিমা, আপনজন: অমানবিকতার ছায়া ফুটে উঠল আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভারত সেরা গ্রাম পঞ্চায়েতের অধিনে যশোদা মোড় সংলগ্ন এলাকার। প্রায় কোটি টাকার সাত থেকে আট বিঘা জায়গা থাকা সত্ত্বেও দীর্ঘ ৩০ বছর শিকলে বন্দী প্রায় বছর ৪৫ এর যুবক, কখনো ছোট্ট ঘরে কখনো বা পায়খানা ঘরের মধ্যে,মায়ের ভিক্ষাবৃত্তির খাবার খেয়ে কোনরকমে জীবন ধারণ করে ঐ ব্যক্তি। গৌরাঙ্গ মন্ডল, বাড়ির যশোদা মোড় সংলগ্ন এলাকা, ছেলে এবং মায়ের নামে রয়েছে প্রায় আট বিঘা জায়গাজমি, কিন্তু প্রায় ৩০ বছর আগেই কঠিন অসুখে আক্রান্ত হবার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে ঐ যুবক, তখন থেকে শিকলে বাঁধা অবস্থায় বাড়িতে ছিল। কিন্তু কয়েক বছর আগে একমাত্র দিদির স্বামী, মা এবং এই উন্মাদ ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে, ও বেশ কিছু জায়গা জমি বন্ধক দিয়ে দেয় বলে অভিযোগ, এবং পুকুরের পাড়ে আনুমানিক ১০ ফুট বাই ৪ ফুটের একটি পায়খানা ঘর তৈরি করে তার মধ্যেই শিকল দিয়ে বেঁধে দেয় জামাইবাবু, যেখানে মলমূত্র ত্যাগ, তার মধ্যেই মার ভিক্ষাবৃত্তি করে আনা চাল ডাল থেকে সামান্য খাবার কিছুটা হলে পৌঁছে যায় যুবকের কাছে।
এমন অমানবিক জীবনধারণের ছবি সর্বপ্রথম এই এলাকায়। মাঝেমধ্যে দুই একজন ডাক্তারকে দেখানো হলেও নিয়মিত ডাক্তার না দেখানোই যুবক মৃত্যুর দিকে চলে যাচ্ছে দাবি এলাকাবাসীর।আরো দাবী সম্পত্তির লোভে ওর জামাইবাবু ডাক্তার পর্যন্ত দেখাচ্ছে না। একই দাবি ভিক্ষাবৃত্তি করা যুবকের মায়ের। সভ্য সমাজে থেকেও এখনো এই নারকীয় ব্যবস্থা দেখতে হচ্ছে আর এ নিয়ে উঠছে লাখো টাকার প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct