আপনজন ডেস্ক: ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
বৃহস্পতিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানাহ শহরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন সংগ্রহের পর এই সাক্ষাৎকার দেন কমলা।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করে কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এই অবস্থান পাল্টাবে না। আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে।
সীমান্তে অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট নতুন আইন প্রণয়নের কথা জানিয়ে বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে আমি নতুন একটি আইন প্রণয়ন করবো। অবৈধভাবে যারা সীমান্ত পার করবে তাদের বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করা হবে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ সঙ্গে থাকায় এবং আগেই রেকর্ড হওয়ার কারণে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct