আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় চলমান সংঘাত তিনদিনের জন্য বন্ধ রাখতে সম্মত হয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ও স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উপত্যকার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার জন্য তিনটি পৃথক অঞ্চলে এই বিরতি থাকবে।
ডব্লিউএইচও-এর জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন জানান, এই টিকাদান কর্মসূচি শুরু হবে রোববার থেকে। প্রথমে মধ্য গাজায় তিনদিনের বিরতি দিয়ে টিকাদান শুরু হবে। এরপর দক্ষিণ গাজা ও পরে উত্তর গাজায়ও তিনদিনের বিরতি থাকবে।
২৩ আগস্ট ডব্লিউএইচও নিশ্চিত করে যে, গাজা উপত্যকায় ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো টাইপ ২ পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে একটি শিশু পঙ্গুত্ববরণ করেছে।
পিপারকর্ন বলেন, প্রয়োজনে প্রতিটি অঞ্চলে মানবিক বিরতি একদিন বাড়ানো যেতে পারে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর মানবিক ইউনিট জানিয়েছে, এই টিকাদান কর্মসূচি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে। এতে জনসাধারণকে টিকাদান কেন্দ্রগুলোতে পৌঁছাতে মানবিক বিরতি দেওয়া হবে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৯৩ হাজার ৫৩৪ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct