সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী আপনজন: কোন রকম রাজনৈতিক প্ররোচনা ছাড়াই আরজিকর কান্ডে দ্রুত বিচারের দাবীতে রাজপথে আন্দোলনে নামলেন শিক্ষক,ছাত্রছাত্রী,আশাকর্মী,অঙ্গনওয়াড়ী কর্মীরা।বুধবার সন্ধ্যায় বাসন্তী থানার সোনাখালি মিছিল শুরু হয়।দীর্ঘ তিন কিলোমিটার পর মিছিল শেষ হয় বাসন্তী চৌমাথা মাদার টেরিজা মোড়ে। সেখানে তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালানো হয়।এদিন এই তিন কিলোমিটার পথ মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ। মিছিল থেকে আওয়াজ ওঠে ‘আর যেন কোনো কাদম্বিনী কে এই ভাবে হারাতে না হয়।দ্রুত অপরাধী নির্ণয়, বিচার, চরম শাস্তি, ফাঁসি চাই।’ দীর্ঘপথ মিছিল শেষে প্রাক্তন শিক্ষারত্ন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়েক জানিয়েছেন, ‘আরজিকর কান্ড জানার পর চোখে জল এসে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct