আজিম শেখ , বীরভূম আপনজন: স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কথা ভেবে তিন দিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো কোটাসুর উচ্চ বিদ্যালয় মাঠে। উল্লেখ্য গত ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা ডাক্তারি পড়ুয়াকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ ওঠে, আর ঠিক তারই প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য থেকে রাজনীতি। গ্রাম থেকে শহর সর্বত্রই গর্জে উঠেছে সমাজ সচেতন মানুষ। তবে এবার থেকে আচমকা মেয়েদের উপর যদি কেউ আক্রমণ করে আর সেখান থেকে মেয়েরা কিভাবে এরাবে এ বিষয়ে নয়া উদ্যোগ নিল কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা । মূলত কোটাসুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীদের প্রাথমিকভাবে সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৭শে আগস্ট থেকে পরপর তিন দিন ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করল কোটাসুর উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু প্রাক্তন ছাত্ররা। এ বিষয়ে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণ নারায়ণ রায় জানান “গোটা ভারতবর্ষে ধর্ষণের মামলায় প্রচন্ড এগিয়ে গিয়েছে গোটা বিশ্বের মধ্যে” তাই আজ দিদি ও বোনেদের সুরক্ষার্থে ক্যারাটে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। ময়ূরেশ্বরের কোটাসুর স্কুলের ছাত্রীদের কথা মাথায় রেখে তিন দিনের ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করল স্কুলের প্রাক্তন ছাত্ররা। তবে কতটা সফল হতে পেরেছে এই প্রশিক্ষণে । এ বিষয়ে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক কুন্তল মিত্র জানান, “এই উদ্যোগে ১০০% সফল হয়েছে উদ্যোক্তারা”। মঙ্গলবার দুপুরে কোটাসুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষন নিতে আশা প্রায় ২০০ জন ছাত্রির উপস্থিতিতে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় এই ক্যারাটে প্রশিক্ষণের শুভ সূচনা হয়। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পরপর তিনদিন দুপুর ৩টে থেকে বৈকাল ৫:৩০ পর্যন্ত এই ক্যারাটে প্রশিক্ষণের সহযোগিতা করেন ক্যারাটে শিক্ষক জেলায় দায়িত্বে থাকা অনুরাগ মন্ডল, কোটাসুর দায়িত্বে থাকা অদিতি মন্ডল এছাড়াও আরো ২ ক্যারাটে শিক্ষিকা শ্রাবণী সেন ও তনু সাউ। ক্যারাটে প্রশিক্ষণ প্রতিটি মেয়েদেরই কাজে লাগবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct