নাজমুস সাহাদাত,মানিকচক আপনজন: মালদহের মানিকচকের ভুতনি এলাকার গঙ্গা তীরবর্তী কয়েক হাজার গ্রামে বহু মানুষের বসবাস। প্রতি বছর এই গঙ্গা গ্রাস করে অসংখ্য চাষবাস জমি সহ মানুষের বসবাস ঘরবাড়ি ভেঙ্গে তলিয়ে যায় গঙ্গা বক্ষে। প্রায় একমাস ধরে ভূতনি ব্রিজ থেকে শুরু করে পুরো এলাকা একেবারে জলমগ্ন। এবার তাদের পাশে দাঁড়াল মোথাবাড়িরর “আল মুস্তাফা ফাউন্ডেশন”। বন্যা দুর্গত এলাকার মানুষদের খাবার সহ বেশকিছু সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ায়। আল মুস্তাফা ফাউন্ডেশন বন্যা কবলিত মানুষদের জন্য খিচুড়ি, ওষুধ, পানীয়জল, মোমবাতি, মশা মারা আগরবাতি, বাচ্চাদের চকোলেট, মহিলাদের স্যানিটারি প্যাড সহ বেশকিছু সামগ্রী তারা সেইসব মানুষদের হাতে হাতে বিতরণ করেন। সংস্থার প্রতিনিধি ছিলেন, সভাপতি সারফারাজ আলাম, মোমেনুর হক, রাইহান রাজা, আরিফ হোসেন, সাহিদ সেখ সহ প্রায় ১৫ জন সদস্য। ফাউন্ডেশনের সভাপতি সারফারাজ আলাম জানান, আমরা খবর পেলেই ভাঙন দুর্গতদের তাদের দুয়ারে পৌঁছে দেব প্রয়োজনীয় সামগ্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct