মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান আপনজন: বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোকো আমবাগান এলাকার বস্তিবাসীরা আবারও রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। পূর্ব রেলের জমির উপর অবস্থিত এই বস্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল, এবং রেলের তরফ থেকে একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত বস্তি উচ্ছেদ করতে সক্ষম হয়নি। কয়েকদিন আগে আবারও উচ্ছেদের নোটিশ জারি করা হয়, এবং আজ, ২৯ আগস্ট, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের দিন নির্ধারিত ছিল। তবে আজ সকাল পর্যন্ত রেলের পক্ষ থেকে কেউ বস্তি উচ্ছেদ করতে না আসায় বস্তিবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হন। বস্তিবাসীরা জানিয়েছেন, তারা প্রায় ৫০-৬০টি পরিবার গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই জায়গায় বসবাস করছেন এবং কোনো অবস্থাতেই তারা এই জায়গা ছেড়ে যাবেন না।
বেলার দিকে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে বস্তিবাসীরা রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। রেল পুলিশ ও বস্তিবাসীদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct