এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ‘হজ সচেতনতা শিবির’ অনুষ্ঠিত হল হাবড়া-১ ব্লক অফিসে ৷ বৃহস্পতিবার এই সচেতনতা শিবিরে হাবড়া-১, হাবড়া-২, আমডাঙ্গা এবং দেগঙ্গা ব্লকের ইমাম-মোয়াজ্জেন, আলেম-উলামা সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ৷ যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজে যাওয়ার জন্য উৎসাহিত করার পাশাপাশি হজে যাওয়ার ক্ষেত্রে কিভাবে আবেদন করা যায়, কিভাবে টাকা জমা দিতে হয়, হজে যাওয়ার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া রয়েছে তা এই সচেতনতা শিবির থেকে তুলে ধরেন রাজ্য হজ কমিটির আধিকারিক আলহাজ্ব আইয়ুব আলী ৷ যারা এবার হজে যাবেন তাদেরকে কি কি নির্দেশিকা মানতে হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেগুলোও বলে দেওয়া হয় এই সচেতনতা শিবির থেকে ৷ হজ যাত্রার ক্ষেত্রে রাজ্যের যে ১৭৩৩৯ জনের কোটা রয়েছে তা কোনো বারই পূরণ হয় না, এই পরিসংখ্যান তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন আইয়ুব আলী ৷ তিনি বলেন, রাজ্য হজ কমিটির আধিকারিক আইয়ুব আলী বলেন, হজে যাওয়ার জন্য উৎসাহিত করতেই এই শিবিরের আয়োজন, পাশাপাশি হজে যেতে যে যে প্রক্রিয়াগুলো সম্মুখীন হতে হয় সেগুলো নিয়েই মানুষকে বোঝানো হয়েছে । এ দিন ইমাম সংগঠনের নেতা আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে হজ সচেতনতা শিবিরের সূচনা হয়। বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মুফতি আলাউদ্দিন, মাওলানা মনিরুল হুদা প্রমুখ ৷ এ দিন হজ সচেতনতা শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন হাবড়া-১ ব্লকের মাইনোরিটি ব্লক লেভেল ফ্যাসিলিটেটর সিদ্দিক হোসেন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct