কুতুব উদ্দিন মোল্লা, কুলতলি, আপনজন: বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত হোড়খালিতে। কুলতলি (উত্তরজোন) ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের তরফে সাংগঠনিক নির্বাচন ও দোওয়ার মজলিসের আয়োজন করা হয়। এদিনের উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়ত উলামায়ে হিন্দ সম্পাদক হাফেজ মাওলানা শওকত আলী সাহেব, জেলা জমিয়ত উলামায়ে হিন্দ অর্গানাইজার মাওলানা আবুল কাশেম রসূলি সাহেব, জেলা জমিয়ত উলামায়ে সহ সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ সাহেব। এদিনের জমিয়ত উলামায়ে হিন্দের তরফে সাংগঠনিক নির্বাচন হয়। সভায় সর্বসম্মতিক্রমে কুলতলি (উত্তরজোন) ব্লক জমিয়ত উলামায়ে সভাপতি নির্বাচিত হয় মাওলানা আজওয়াদুল্লাহ,
সহ-সভাপতি হাফেজ নাইম উদ্দিন গাজী, সহ-সভাপতি মাওলানা জিয়ারুল, সম্পাদক নির্বাচিত হয় মাওলানা রুহুল্লাহ সাহেব,সহ সম্পাদক মাওলানা আবুল কাশেম,
সহ সম্পাদক হাফেজ হেফজুর রহমান,সহ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, কোষাধ্যক্ষ নি কুতুব উদ্দিন। এছাড়াও কমিটির সদস্য সহ অন্যান্য পদে নিয়োগ করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct