সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ঘড়িতে সময় তখন সকাল ৬ টা ৩৮ মিনিট। মুর্শিদাবাদ রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে ডাউন লালগোলা-শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস ঢুকতেই বিজেপি কর্মীরা রেল লাইনে নেমে পড়ে। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই ট্রেনের লোকো ইঞ্জিন থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেনের দুটি বগি প্ল্যাটফর্মের বাইরে রেল লাইনে দাঁড়িয়ে থাকে।অবরোধ শুরুর এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যায়।
তবে তার মধ্যেই ক্ষতিপূরণ চাইতে গিয়ে বিজেপির হাতে আক্রান্ত হয় এক হাসপাতাল কর্মী। সময় সকাল ৭টা ১৬ মিনিট। পুলিশকে উদ্দেশ্য করে এক ট্রেন যাত্রী বলেন, ‘এরা ভালোভাবে সরবে না, সরাতে হবে।’ একইসঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ আমার কাজের ক্ষতি হচ্ছে। আপনারা আমাকে একদিনের ক্ষতিপূরণ বাবদ ৫০০ টাকা দিন, আমি বাড়ি চলে যায়।’ এই কথা বলা মাত্র বিজেপির কর্মীরা রেললাইন থেকে প্লাটফর্মে উঠে জিয়াগঞ্জের বাসিন্দা রাজু হালদার কে বেধড়ক মারধর করতে শুরু করে পুলিশের সামনে। মুর্শিদাবাদ থানার পুলিশ ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালবাগ হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত ট্রেনের যাত্রী রাজু হালদার জানিয়েছেন, ‘বহরমপুরের একটি বেসরকারি চোখের হাসপাতালে কাজ করেন তিনি। কাজের ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চেয়েছিলেন মাত্র। তাতেই তাকে বেধড়ক মারধর করা হয়।’
আর এই নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে কড়া ভাবে আক্রমণ করেছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct