মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: “নাটক ছেড়ে বিচার করো, আর জি করে মাথা ধরো”—এই স্লোগানকে সামনে রেখে করণদীঘিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এসএফআই ও ডিওয়াইএফআই-এর যৌথ উদ্যোগে এদিন করণদীঘীতে অনুষ্ঠিত হয় এক মশাল মিছিল ও পথ অবরোধ। আর জি কর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে প্রকৃত দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। করণদীঘীর সিপিআই (এম) পার্টি অফিস থেকে শুরু হওয়া মিছিলটি করণদীঘী এলাকার প্রধান সড়কগুলো অতিক্রম করে। মিছিলকারীরা হাতে মশাল নিয়ে “বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন” এর স্লোগান তুলা হয়। এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব বলেছে, এই মিছিল শুধুমাত্র আর জি কর কান্ডের প্রতিবাদ নয়, বরং বৃহত্তর একটি সামাজিক আন্দোলনের অংশ, যেখানে তারা অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার অঙ্গীকার করেছে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, যতদিন না রাজ্য সরকার আর জি কর কান্ডের দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করবে, ততদিন এই আন্দোলন চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct