দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদা জেলার গাজোল ব্লকের কৃষি দফতরের উদ্যোগে বৃহস্পতিবার এক দিবসীয় কর্মসূচি হয়। এদিন গাজোল ব্লকের ১৫ টি অঞ্চলের কৃষকরা সেখানে অংশ নেন। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, কৃষকদের ফসলের জমিতে ধান চাষে যদি পোকা বা ধচা লাগে , তার সমাধান।ধান চাষ করতে নানা ধরনের সার কিভাবে প্রয়োগ করতে হবে , নানা বিষয়ে নিয়ে এমন কর্মসূচি হয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দপ্তরের উদ্যোগ শষ্য বীমা বিশেষ নিয়ে গত ২৮ আগস্ট থেকে শুরু হয় এই শষ্য বিমা আর আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কৃষক শস্য বীমা প্রকল্পটি ফর্ম ফিলাপ হবে। এই বিশেষ জানানো হয়। গাজোল কৃষি অধিকারিক মাসিদুল রাকিব জানান, গাজোল ব্লকের যে সকল কৃষকরা এখনো পর্যন্ত যারা শস্য বীমা করেননি তারা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গের শস্য বীমা প্রকল্পটি করে নিন। না হলে ক্ষয়ক্ষতি হলে কোনরকম কি সুবিধা পাবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct