তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: পুলিসি নিরাপত্তার অভাব দেখিয়ে এক দিন আগে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া বাতিল করল প্রশাসন। এই নিয়ে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।হারার ভয়ে তৃনমূল প্রশাসনকে কাজে লাগিয়ে নমিনেশন প্রক্রিয়া বাতিল করলো বলে অভিযোগ বাম কংগ্রেস জোটের।যদিও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তৃণমূলের যুব সভাপতি মনিরুল আলমের
দাবি,তাঁরা পুলিসি নিরাপত্তা ছাড়াই লড়াই করতে প্রস্তুত।নমিনেশন প্রক্রিয়া প্রশাসন কেন স্থগিত করল তা হরিশ্চন্দ্রপুর থানার পুলিস নোটিশ জারি করে জানিয়ে দিয়েছেন।আগামী মাসের ৮ তারিখ মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের দিন ধার্য ছিল।এই নির্বাচনে সিপিএম কংগ্রেস জোটের থেকে ছয় জন প্রার্থী দেওয়া হয়েছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।দুজন সিপিএমের এবং চারজন কংগ্রেসের পক্ষ থেকে।প্রচারও শুরু হয়ে গিয়েছিল জোর কদমে। বৃহস্পতিবার ছিল অভিভাবক প্রতিনিধিদের নমিনেশন পত্র প্রদান করার দিন।
কিন্তু বুধবার বিকালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় নমিনেশন প্রক্রিয়ার দিন পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়ন করা সম্ভব নয়।সেই কারণে নমিনেশন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন পুলিস প্রশাসন। সিপিএমের রাজ্য কমিটির সভাপতি জামিল ফিরদৌস বলেন,আমাদের ভোটের প্রচারে মানুষের ঢল নেমেছিল।সেটা দেখেই ওরা ভয় পেয়ে নির্বাচন পুলিসকে দিয়ে স্থগিত করিয়েছে।রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী বলেন,দীর্ঘ ৯ বছর পর এই মাদ্রাসায় নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল।২০২২ সালে একই কারণ দেখিয়ে চিথলিয়া এইচ.এস.এন হাই মাদ্রাসা ও তালগাছি সিনিয়ার মাদ্রাসার নির্বাচন বাতিল করেছিলেন প্রশাসন। তৃণমূল বুঝতে পারছে মানুষের সমর্থন আর ওদের কাছে নেই।তাই প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন বাতিল করছে। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তৃণমূলের যুব সভাপতি মনিরুল আলম বলেন,মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে।জোটের প্রার্থীরা যদি চায় পুলিসের নিরাপত্তা ছাড়াই নির্বাচন হবে আমরা তাতেই রাজি।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস প্রশাসন জানিয়েছেন,বর্তমান পরিস্থিতিতে নমিনেশনের জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা সম্ভব নয়।তাই এই প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct