হাসান সেখ, বহরমপুর ও জাকির সেখ, লালবাগ, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে রাজ্যজুড়ে চলছে হজ সচেতনতা শিবির। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও লালবাগে দুটি হজ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সচেতনতা শিবির ২০২৫ অনুষ্ঠিত হয় বহরমপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। এদিনের সভাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটির চেয়ারম্যান তথা সাংসদ খলিলুর রহমান, এডিএম চিরন্তন প্রামানিক, অ্যাডিশনাল এসপি আই পি এস মাজিদ খান, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, ডোমা অফিসার রেনুকা খাতুন এবং অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাজ্য যুগ্ম সাম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ও সংগঠনের চেয়ারম্যান মাস্টার আনসার আলী, নিজামুদ্দিন বিশ্বাস ও মাওলানা মোজাফফর খান সহ ইমাম মুয়অজ্জিনরা। ইমাম মুয়াজ্জিনদের আহ্বান জানানো হয় আগামী জুম্মার খূৎবা বা বক্তব্য দিবার সময়ে এবং মসজিদে মসজিদে এদিনের আলোচনা সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। রহমান টুর এন্ড ট্রাভেলসের সম্পাদক হাফিজ মাফিকুর রহমান জানান, হজ যাত্রীদের তুলনায় ওমরা হজ যাওয়ার প্রবণতা বাড়ছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলা থেকে যেন এবার হজ্বে বেশি বেশী করে লোক যেতে পারে এবং জেলার যে কোটা আছে হজ্বে যাওয়ার জন্য সেই কোটা পূরণ করার আহবান জানানো হয়।
এছাড়া লালবাগ মহকুমার ইমাম মুয়াজ্জিন ও ধর্মভীরু জ্ঞানীগুণীদের নিয়ে লালবাগ সেমিনার হলে অনুষ্ঠিত হল হজ সচেতনতা শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটি চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, এসডিও বনমালী রায়, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য হজ কমিটির ট্রেনার জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, মাওলানা সাজারুল ইসলাম, অল ইন্ডিয়া ইমাম সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মাষ্টার আনসার আলী, নবগ্ৰাম ব্লক থেকে হাফেজ জাকির সেখ ও মাওলানা ওসমান গনি প্রমুখ। এদিনের হজ সচেতনতা শিবিরে মূলত আলোচনা করা হয় কিভাবে কত তারিখ পর্যন্ত হজের ফরম ফিলাপ করতে হবে। কোথায় কিভাবে টাকা জমা করতে হবে। হজ বিষয়ে কোন রকম সমস্যা হলে হজ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়। ইমাম সাহেবদের কাছে আবেদন করা হয় যে জুম্মার দিন তারা যেন বক্তব্যের মাধ্যমে বৃত্তবান মানুষদেরকে হজ করার জন্য উৎসাহিত করে। বিশেষ করে এই বছর যারা হজে যাবে তাদেরকে কি কি নিয়ম মানতে হবে সেগুলোও এই দুটি হজ সচেতনতা শিবিরে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct