আপনজন ডেস্ক: দীর্ঘ ৪৫ দিন পর অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। গতকাল ইন্টার মায়ামির মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় তাকে। এসময় মেসিকে দেখতে ভিড় জমে মায়ামি সমর্থকদের।
কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মেসি। মেসিকে দেখে হাসি ফোটে সমর্থকদের মুখে। চিৎকার করে হাততালি দেন তারা। যদিও বেশিক্ষণ অনুশীলন করেননি মেসি। এখনই পায়ের ওপর বেশি জোর দিতে চাচ্ছেন না তিনি। ধীরে ধীরে পরিশ্রম বাড়াবেন তিনি। মেসি অবশ্য কবে ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকেরা। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না দলটি। মেসির পূর্ণ সুস্থতার জন্য যত সময় দরকার সে সময় দিতে চায় মায়ামি।
১৫ই জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে চোট পান মেসি। সেই অবস্থাতেই দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু ৬৪ মিনিটের মাথায় দ্বিতীয় বার ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পরে আর খেলতে পারেননি এই বিশ্বজয়ী তারকা। মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত হাসি ফোটে মেসির মুখে। লাওতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে পর পর দু’বার কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। চোট নিয়েও মেসি মাতেন উল্লাসে।
আগামী মাসে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে দু’টি খেলা আছে আর্জেন্টিনার। ওই দুই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না মেসি। তাকে বাদ দিয়েই দল তৈরি করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct