আপনজন ডেস্ক: গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল উরুগুয়ে। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের রোষানলে পড়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা।
তাঁদের রক্ষা করতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফরোয়ার্ড দারউইন নুনিয়েজসহ দলটির আরও কয়েক খেলোয়াড়। এ ঘটনায় নুনিয়েজকে ৫ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে কী কী বদলে যাচ্ছে
অন্য চার খেলোয়াড়কেও নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের পর সব মিলিয়ে উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কনমেবল। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন নুনিয়েজ। শাস্তি পাওয়া অন্যদের তুলনায় তাঁকেই সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। অন্যদের সর্বোচ্চ চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
টটেনহামে খেলা উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। ৩ ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন উরুগুয়ের তিন ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা, রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমিনেজ। নুনিয়েজকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ হওয়া বাকি চারজনকে জরিমানা করা হয়েছে ৫ থেকে ১৬ হাজার ডলারের মধ্যে। শুধু জরিমানা করা হয়েছে অন্য ছয় খেলোয়াড়কে।
আল নাসরে জিদানকে কোচ হিসেবে চান রোনাল্ডো
শাস্তি দেওয়া হয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও। তাদের ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এই অর্থ প্রাইজমানি ও রাজস্ব থেকে কেটে নেওয়া হবে। উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ এ নিয়ে বলেছেন, গ্যালারির ওই অংশে বসে খেলা দেখা পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থেই তাঁরা সেখানে গিয়েছিলেন।
কনমেবলের এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। তবে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বিবৃতিতে জানায়নি, এই শাস্তি কবে থেকে কার্যকর হবে।
কনমেবল আয়োজিত ম্যাচ এই শাস্তির আওতাভুক্ত থাকবে। ফ্লোরিডায় আগামী রোববার প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে উরুগুয়ে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ৬ সেপ্টেম্বর প্যারাগুয়ে এবং ১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে উরুগুয়ে।
উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া কোপার ফাইনালে উঠলেও শিরোপা নিষ্পত্তির ম্যাচে হেরেছিল আর্জেন্টিনার কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct