মারুফা খাতুন, কলকাতা, আপনজন: আগামী ২-রা সেপ্টেম্বর লখনৌ-তে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের রিজার্ভ দলগুলির মধ্যে হতে চলেছে একটি প্রদর্শনী ম্যাচ। যেটি কলকাতা ডার্বি-তে নতুন অধ্যায়ের সূচনা করবে। ২০২৪ ডুরাণ্ড কাপের ১৮ আগস্ট হওয়া সিনিয়র ডার্বি নিরাপত্তার কারণে বাতিল করতে হয়েছিল। তারপরে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবং ৩১ শে আগস্ট অনুষ্ঠিত হওয়া ম্যাচে মোহনবাগান ফাইনালে অগ্রসর হয়েছিল। ভারতীয় ফুটবলের এই শীর্ষ দুই দল দেশের বিভিন্ন জায়গায় একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু লখনৌ তে কখনোই তা হয়নি। ১০৪ বছরের ইতিহাসে ইস্টবেঙ্গল কখনো লখনৌ তে খেলেনি আর মোহনবাগান ৬৯ বছর পর লখনৌতে আবার খেলবে। উত্তরপ্রদেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এআইএফএফ-এর সভাপতির উদ্যোগ সত্যিই অনস্বীকার্য বলে মনে করেন মোহনবাগানের প্রধান কোচ ডেগি কার্ডোজো। এই ম্যাচটি তরুণদের মধ্যে ফুটবল খেলার আশা জাগাবে। যার ফলে আরো অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের আত্মপ্রকাশ ঘটবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct