মোস্তাফিজুর রহমান, নৈহাটি, আপনজন: সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে পরাজয় এড়াতেই হতো সাদাকালো শিবিরের,নয়তো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা ইউনাইটেড, খিদিরপুরের সামনে দরজা খুলে যেত। যদিও এখনও সুপার সিক্স নিশ্চিত নয়,তবে নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই মহামেডান স্পোর্টিংয়ের।বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে মুখোমুখী হয়েছিল মহামেডান ও সুরুচি সংঘ।বলা বাহুল্য, গত ২২ আগস্ট এই দু’দল মুখোমুখি হলেও,বৃষ্টিতে দ্বিতীয়ার্ধে ধুয়ে যায়।ফলে ম্যাচের বাকি অংশ এদিন আবার অনুষ্ঠিত হয়।যেখানে মহামেডান ২-১ গোলে পিছিয়ে শুরু করে।প্রথমদিনে সুরুচি’র আবু সুফিয়ান ও জয়দীপ এবং মহামেডানের বামিয়া সামাদ গোল করে।ফিরতি পর্বে গতকাল লালথানকিমার দুরন্ত গোলে সমতা ফেরায় ব্ল্যাক প্যান্থার্সরা।
ফলে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া মহামেডান শেষ ম্যাচে মেসারাসের সাথে জিতলেই শেষ ছয়ে জায়গা করে নেবে। হাকিম সেগেন্ডো,বেলাল খানদের প্রশিক্ষণাধীন চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সময় বলবে,তবে জুনিয়র ও আনকোরা ছেলেদের নিয়ে সুপার সিক্সটাও বড় পাওনা।
অন্যদিকে, কেরালার ওয়েনাড়ে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজ কেরালা সুপার লিগের অল স্টার দলের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মহামেডানের আইএসএল স্কোয়াড। যার পুরো অর্থটাই তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় কোচ চের্নিশভের কাছে সুযোগ আইএসএলের আগে সিনিয়র টিমকে পরখ নেওয়ার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct