আপনজন ডেস্ক: বুধবার তৃণমূলের ছাত্র সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম অপতথ্য ছাড়াচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর তিনি নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন। পোস্টে মমতা দাবি করেন, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য দাবি মনে করে তাঁদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করেন।
উল্লেখ্য, ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী পিজিটিকে ধর্ষণ ও খুনের পর থেকে নিরাপত্তার দাবিতে এবং আরজি কর মামলার তদন্তের প্রতিবাদে ধর্মঘটে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমনকী সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের হাসপাতালের পরিষেবায় ফিরতে আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন। তবে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তার বক্তব্য ঘিরে বিতর্ক হওয়ায় মুখ খুললেন মমতা। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘গতকাল শিক্ষার্থীদের একটি সমাবেশে আমার বক্তব্যের প্রসঙ্গ টেনে বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমে বিদ্বেষপূর্ণ অপতথ্য ছড়ানো হচ্ছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি শিক্ষার্থীদের (মেডিকেল) আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলন সমর্থন করি। তাদের আন্দোলন ন্যায্য। আমি তাদের কোনো ধরনের হুমকি দিইনি, যদিও কিছু মানুষ আমাকে এ ধরনের অপবাদ দিচ্ছে। এ ধরনের অভিযোগ পুরোপুরি মিথ্যা।’ মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। কারণ, ভারত সরকারের মদদে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে তারা অনাচার তৈরির অপচেষ্টা করছে। আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।’ বুধবারের সমাবেশে দেওয়া বক্তব্যে মমতা ‘ফোঁস করা’ শব্দ দুটি ব্যবহার করেন। এক্সে দেওয়া পোস্টে সেই বিষয়েরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেন, ২৮ আগস্ট তিনি তাঁর বক্তব্যে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের উদ্ধৃতি থেকে এ শব্দ দুটি ব্যবহার করেছেন।এই মহাসাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। যখন কোনো অপরাধ ও আইনের ব্যত্যয় ঘটে, তখন প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। রামকৃষ্ণের সেই উদ্ধৃতি থেকে সরাসরি তুলে ধরেছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct