আপনজন ডেস্ক: পাকিস্তানে সপ্তাহব্যাপী সামরিক বাহিনীর অভিযানে ২৫ সন্ত্রাসীসহ ২৯ জন নিহত হয়েছেন। গত ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত খাইবারের তিরাহ নামক স্থানে এ অভিযান চালায় সেনারা। এতে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের প্রধান নেতা নিহত হয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে, সেনারা নির্ভূল বুদ্ধিভিত্তিক পদ্ধতির মাধ্যমে খারেজি, কথিত লস্কর-ই-ইসলাম এবং জায়ামাত-উল-আহরারের বিরুদ্ধে খাইবার বিভাগের তিরাহ এলাকায় অভিযান চালিয়েছে।
অভিযানে খারেজি এবং তাদের সমর্থকরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। গত ২০ আগস্ট থেকে চালানো এই অভিযানে নিরাপত্তাবাহিনী সফলতার সঙ্গে ২৫ খারেজি এবং তাদের নেতা আবু জার আলিয়াস সাদ্দামকে হত্যা করেছে। এছাড়া অভিযানে ১১ খারেজি আহত হয়েছে।
পাকিস্তান আইএসপিআর আরো জানায়, এ অভিযানে ৪ সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানে গত কয়েকদিন ধরে বেড়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপদ্রব। প্রায়ই আত্মঘাতী হামলায় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন অভিযান চালাচ্ছে সেনারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct