আপনজন ডেস্ক: রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযানের সময় ৫৯৪ রুশ সেনাকে বন্দি করা হয়েছে। এছাড়া তিন সপ্তাহের অভিযানে তারা রাশিয়ার ১০০ বসতি দখল করেছে। এর আয়তন ১২৫০ বর্গকিলোমিটার। মঙ্গলবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে ইউক্রেনের শীর্ষ জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এ তথ্য জানিয়েছেন।
সিরস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনারা ওই এলাকায় পাল্টা আক্রমণ চালিয়ে কিয়েভের বাহিনীকে ঘেরাও করার চেষ্টা করছিল। তবে সেসব প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।
তিনি আরো জানান, কুরস্ক অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল রাশিয়ান বাহিনীকে অন্যান্য অঞ্চল থেকে সরিয়ে দেওয়া, প্রাথমিকভাবে পোকরভস্ক এবং কুরাখোভ থেকে দূরে। ইউক্রেনের দক্ষিণ থেকে রাশিয়ান সেনাদের হটানো হয়েছে। ‘এখনও পর্যন্ত, আমরা বলতে পারি যে প্রায় ৩০ হাজার সেনাকে কুরস্ক ফ্রন্টে পাঠানো হয়েছে এবং এই সংখ্যা বাড়ছে’ বলেন এই জেনারেল।
সিরস্কির দাবি, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার প্রায় ১২৫০ বর্গকিলোমিটার এবং ১০০ বসতি দখল করেছে। এছাড়া অভিযানের সময় প্রায় ৫৯৪ রাশিয়ান সেনাকে বন্দি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct