আজিজুর রহমান, গলসি, আপনজন: দিনদিন বাড়ছে সাইবার ক্রাইম। যার জেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্য সহ দেশের সাধারণ মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাইবার জালিয়াতি করে মানুষের ক্ষতি করছে একদল সাইবার অপরাধী। ধরাও পরেছে অপরাধীর দল। তবুও থামছে না ওই অপরাধ। তাই জনগনকে সতর্ক বার্তা দিতে লাগাতার বিভিন্ন কর্মসুচি নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। তাদের উদ্দ্যোগে গলসি থানাকে নিয়ে গলসি কলেজে একটি সচেতনতা শিবির করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। যেখানে আনুমানিক ৩৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। প্রথমে শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা করেন পুলিশের আধিকারিকরা। এরপরই সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য ভিডিও গ্রাফির মাধ্যমে তাদের সম্মুখে তুলে ধরা হয়। অপরাধ চক্রের ফাঁদে না পরার কৌশলও শেখানো হয় পুড়ুয়াদের।
তাছাড়া স্যোশাল মিড়িয়ায় ভুয়া খবর ছড়ানো বিষয়টি নিয়ে সচেতন করা হয়। পাশাপাশি বাল্য বিবাহের কারনে সামাজিক, আইনি ও শারীরিক ক্ষতির বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে উপস্থাপন করা হয়। এর সাথে সাথে সেফ ড্রাইভ সেভ লাইফ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শিবিরে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ আধিকারিক শৈলেন্দ্র নাথ উপাধ্যায়। জেলা সাইবার থানার সাব ইন্সপেক্টর সাবির আহম্মেদ, গলসি ওসি অরুণ কুমার সোম ও মেজবাবু উত্তাল সামন্ত। এদিনের শিবির থেকে সাইবার ক্রাইম সংক্রান্ত ছাড়াও বেশকিছু বিষয় শিখতে পেরেছেন বলে জানিয়েছেন কলেজের পড়ুয়ারা। তারা জানাই, বিষয়টি তারা তাদের বাড়ি ও এলাকার বিভিন্ন মানুষের কাছে তুলে ধরবেন। যার ফলে এলাকার মানুষের অনেক উপকার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct