আপনজন ডেস্ক: প্যারা অ্যাটলেটিক্স এর প্রধান কোচ সত্যনারায়ণের মতে আসন্ন প্যারা অলিম্পিকে ভারতের প্রবল সম্ভাবনা রয়েছে দশটি পদক জেতার, তার মধ্যে উল্লেখ্য হলে পাঁচটি সোনার। এখন প্রধান লক্ষ্য হলো গতবারের তুলনায় আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে এবারের পারফরমেন্সের উন্নতি করা। ৫২ জন পুরুষ তথা ৩২ জন মহিলাকে নিয়ে একটি সামগ্রিক দল গঠন করা হয়েছে। নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। আরো জানা গেছে যে লক্ষ্য হলো টোকিও অলিম্পিকে জেতার ও ব্রোঞ্জ পদকগুলিকে সোনায় রূপান্তরিত করা। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রশিক্ষণের প্রতি যে নিষ্ঠা দেখিয়েছে তা সত্যিই অনবদ্য। যে কোন পরিস্থিতিতে মানিয়ে নিয়ে প্রাণপাতমূলক পরিশ্রমের ফলেই তারা প্যারিসে পৌঁছেছে। দীপ্তি জীবনজি, একতা ভয়ান, সিমরান শর্মা, সুমিত আনতিল, মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও শচীন খিলাড়ির মতো খেলোয়াড়দের ওপর অগাধত আস্থা রয়েছে। আশা করা হচ্ছে যে এরা শ্রেষ্ঠত্ব লাভ করবে। সেই আশায় বুক বাঁধছে গোটা ভারতবাসী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct