মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: কলকাতা শহরের আরিজ কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা গোটা রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছে। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল, যার প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলার কারণদিঘী ব্লকের দোমোহনায় অবস্থিত রাহাটপুর হাই মাদ্রাসাতেও। বুধবার, মাদ্রাসার বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল নির্যাতিত চিকিৎসকের প্রতি ন্যায়বিচার দাবি এবং সমাজে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা। বিকেল চারটা নাগাদ মাদ্রাসা গেট থেকে শুরু হয় মিছিল, যা দ্রুতই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ‘ন্যায় চাই, নিরাপত্তা চাই’ স্লোগানে মুখরিত ছিলেন। তাঁদের দৃঢ় বক্তব্য ছিল, এই ধরনের বর্বরোচিত ঘটনা সমাজের পচন ধরা মানসিকতারই পরিচয় বহন করে এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রীর মতে, “এই ঘটনা শুধু একজন চিকিৎসকের নয়, সমগ্র নারীত্বের অপমান। আমাদের সকলের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।” মাদ্রাসার এক প্রাক্তন ছাত্র বলেন, “আমরা চাই দোষীরা দ্রুততম সময়ে শাস্তি পাক, এবং মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হোক।” এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে রাহাটপুর হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আবারও প্রমাণ করল যে অন্যায়ের বিরুদ্ধে তাঁরা কখনও নীরব থাকতে পারে না। তাঁরা এই বার্তা দিলেন যে সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন থামবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct