অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন:‘কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন’ এই বার্তাকে সামনে রেখে কন্যা সন্তান রক্ষা ও তাদের অধিকার নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির বালুরঘাট শাখার উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএমসিএইচও ওঙ্কারনাথ মন্ডল সহ আরো অনেকে।
জানাগেছে, এদিনের এই সভায় বিশিষ্টজনেরা কন্যা সন্তানের গুরুত্ব ও তাদের সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, সমাজে কন্যা সন্তানের প্রতি বৈষম্যমূলক মনোভাব দূর করার উপরও জোর দেওয়া হয়। সভার মাধ্যমে উপস্থিত সকলেই কন্যা সন্তান রক্ষা ও তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করার অঙ্গীকার করেন। সভার শেষে কন্যা সন্তানদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ বিষয়ে রেড ক্রস সোসাইটির কনভেনার স্বপন দাশগুপ্ত জানান, ‘সেভ গার্ল চাইল্ড স্লোগানকে সামনে রেখে আমরা আজ এই আলোচনা সভার আয়োজন করেছিলাম। বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুল, জেলা স্বাস্থ্য দপ্তর এবং বালুরঘাট পুরসভা কে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে এই প্রোগ্রামটি বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct