নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়া জেলার মল্লিক ফটক এলাকার ১ নম্বর রাধামাধব ঘোষ লেনে বুধবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলা একটি পুরনো বাড়ি। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ, বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা পৌঁছে যায়। পাশাপাশি বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসির তরফেও কর্মীরা যান। বাড়ির ভেতর একজন আটকে পড়লেও তাকে ইতিমধ্যেই সুস্থ অবস্থায় বের করে আনা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগেই প্রায় দেড়শ বছরের পুরনো এই বাড়িটিকে বিপদজনক ঘোষণা করা হয়েছিল। সেই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছিল বলে দাবি প্রাক্তন কাউন্সিলরের। কিন্তু তারপরেও ওই বাড়িতে যারা বসবাস করছেন তারা বাড়িটি ছেলে অন্যত্র সরে যাননি। বাড়িটির মেরামতির কাজও করা হয়নি। দুদিনের প্রবল বর্ষণের পর বুধবার বিকেলে বাড়িটির অনেকটা অংশ হুর মুড়িয়ে ভেঙে পড়ে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটে নি। ওই বাড়িতে বসবাসরত লোকজন এবং তাদের জিনিসপত্রকে অন্যত্র সরিয়ে হাওড়া কর্পোরেশন বাড়িটির বিপদজনক অংশ ভেঙে দেওয়ার কাজ বৃহস্পতিবার থেকে শুরু করছে বলে জানা গিয়েছে। অন্যদিকে,বাংলা বনধের সমর্থনে হাওড়ার কদমতলার পাওয়ার হাউস মোড় থেকে বিজেপির মিছিল বুধবার শুরু হয়। পঞ্চাননতলায় বিজেপি কর্মীরা জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ ও র্যাফের সঙ্গে কার্যত ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মীদের।
পুলিশ পঞ্চাননতলা থেকে উমেশ রাই, ওমপ্রকাশ সিং প্রমুখ বিজেপি নেতৃত্বকে আটক করে থানায় নিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct