আপনজন ডেস্ক: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর বয়ে আনল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে যে ১৪০৫২ শিক্ষকের শূন্যপদ রয়েছে তাতে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, উচ্চপ্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। ৪ সপ্তাহের মধ্যে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি িডভিশন বেঞ্চ,আর তার পরের ৪ সপ্তাহে কাউন্সেলিং করে ১৪০৫২ শূন্যপদে নিয়োগ করারও নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য এসএসসি টেট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ২০১৫ সালের অগাস্ট মাসে। সেই সময় ৭-৮ লাখ পরীক্ষার্থী বসেন টেটে। ২০১৫ সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের। পরে ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তা নিয়ে মামলা হওয়ায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct