সুব্রত রায়, কলকাতা, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার গান্ধি মূর্তি পাদদেশে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে দিয়ে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছিলেন। কিন্তু বুধবার প্রতিবাদ মিছিল শহরের বুকে করার পর জুনিয়ার ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিল কর্ম বিরতি উঠছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধি মূর্তির পাদদেশ থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলতে শোনা যায় এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। আমরা চাই না কারোর সারা জীবনটা নষ্ট হোক। আমরা এফ আই আর করলে বা আইনত ব্যবস্থা নিলে সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে জুনিয়র ডাক্তাররা প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন। বুধবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত জুুুনিয়র ডাক্তারদের সেই মিছিল থেকে পাল্টা পড়ুয়া ডাক্তাররা এফ আই আর এর ভয় যেন না দেখানো হয়। আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন তাদের যে দাবিগুলো আছে তা মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন অর্থাৎ কর্মবিরতি চলবে। জুনিয়র ডাক্তাররা মূলত যে দাবিগুলি নিয়ে আন্দোলনে নেমেছে তার মধ্যে অন্যতম হলো নিহত পড়ুয়া চিকিৎসকের সঠিক বিচার হোক। ওই ঘটনার পেছনে কারোর মদত ছিল কিনা ষড়যন্ত্র ছিল কিনা তা সিবিআই খুঁজে বের করুক। ১৪ আগস্ট আরজিকর হাসপাতালে ভর্তি হয়েছে সেই ঘটনার পেছনে কারা ছিল তার প্রকৃত তদন্ত হোক। এর পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের দাবি ছিল খুনের তথ্য প্রমাণ লোপাটে স্বাস্থ্য ভবনের কারোর কোন ভূমিকা আছে কিনা তা তদন্ত করতে হবে এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। এদিকে বুধবার বিকেলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় সন্দীপ ঘোষকে তারা সাসপেন্ড করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct