এম মেহেদী সানি ও সমীর দাস, কলকাতা, আপনজন: তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘তৃণমূল ছাত্র পরিষদে’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কলকাতার মেয়ো রোডের দলীয় সমাবেশ থেকে বুধবার ধর্ষণ রোধে বিধানসভায় বিল পাসের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরবচ্ছিন্ন ধর্ষণ রোধে ধর্ষকের ফাঁসির শাস্তি দিতে বিশেষ অধিবেশন ডাকিয়ে বিধানসভায় আইন পাশ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে সাংসদ ও তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবিতে আন্দোলন তৃণমূল দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন বলে জানান। তাঁর কথায়, “দাবি এক, দফা এক— ধর্ষণ বিরোধী আইন।” লোকসভায় ধর্ষণ বিরোধী আইনের জন্য যদি বিল পেশ না হয় তবে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে লোকসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণবিরোধী আইনের বিল পেশ করবেন বলেও হুঁশিয়ারি দেন। এ দিনের সভা থেকে মমতা বলেন, ‘‘আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব। ১০ দিনের মধ্যে ‘ধর্ষকের ফাঁসি চাই’ এই বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব।’’
পাশাপাশি আরজি কর-কাণ্ডে ঘটনায় এ বার পাল্টা সিবিআইয়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে যোগ্য সঙ্গত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৯ তারিখে পুলিশ ডেডবডি পেয়েছে। ১০ তারিখে শেষকৃত্য হয়েছে। সারারাত জেগে পুলিশ কাজ করেছে। ১১ তারিখ কাজ ছিল বলে ১২ তারিখে সকালে তাদের বাড়ি গিয়েছি। তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কী বলতে চান? আপনারা আমাদের কাছে কী কী চান? আপনাদের কী কী দাবি? আমি পুলিশ কমিশনারকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছেন পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখিয়ে পুলিশ রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল।’’
তিনি আরও বলেন, ‘‘আজ ক’দিন হল? ১৬ দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে? বলতে হবে, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই ফাঁসি চাই, জবাব দাও সিবিআই।’’
মমতা আরও বলেন ‘‘আমি শুধু বলেছিলাম, আজকে সোমবার। আমাকে শনিবার পর্যন্ত সময় দিন। পাঁচ দিন। কিন্তু মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। ধর্ষণ রুখতে কড়া আইন আনতে পারছে না কেন্দ্রীয় সরকার। অথচ কঠিন আইন তৈরি করে সিবিআই ও ইডিকে দিয়ে বিরোধীদের জব্দ করার চেষ্টা করছে।’’
বুধবারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের প্রতি উৎসর্গ করেছেন মমতা। পাশাপাশি, সারা দেশে যত মহিলা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের প্রতি দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, ‘‘আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই।’’ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিন বিজেপি বন্ধ ডেকে কর্মসূচি বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মমতা।
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী শুক্রবার ফাঁসির দাবিতে কলেজের গেটে গেটে সভা। তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা সবাই থাকবেই। শনিবার ব্লকে ব্লকে করা হবে মিছিল, ধরনা। ১ তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মেয়েরা ব্লকে ব্লকে ধরনা করবেন। এই ধরনের নেতৃত্বের জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কেন সমাজ মাধ্যমে আরও বেশি সক্রিয় নন সেই প্রশ্নও তোলেন মমতা। নেতা কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর প্রশ্ন ‘কেন সে ভাবে ফেক ভিডিওর বিরুদ্ধে প্রচার হচ্ছে না?’
একইসঙ্গে এদিন গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মমতার হুঁশিয়ারি, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না। মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল। কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct