আপনজন ডেস্ক: মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে ওয়ানাদে ভূমিধস ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যে বুধবার একটি ম্যাচের অংশ হিসেবে মালাপ্পুরাম পরিদর্শন করা হবে।ওয়ানাদ বিপর্যস্তদের পাশে দাঁড়ানোর স্বার্থে এই ম্যাচ যার নাম ‘লেটস হেলপ ওয়ানাদ উইথ ফুটবল’। এই ম্যাচটি আগামী ৩০ তারিখে মানজেরি স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটার সময় মহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস সুপার লিগ কেরালা ইলেভেন হবে। কেরালা টিম কিন্তু ছয়টি ক্লাবের সেরা কয়েকজন খেলোয়াড় কে দেখাবে। এই মুহূর্তে মোহামেডান দল কিন্তু এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আয়োজকদের তরফ থেকে টিকিটের পর্যাপ্ত পরিমাণ আশ্বস্ত করে দেওয়া হয়েছে। এআইএফএফ ওয়ানাদকে সাহায্য করার লক্ষ্যে প্রায় ৫০ লক্ষ টাকার অবদান রাখে। এমনকি ম্যাচের দিন একটি বিশেষ টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হবে জানা যাচ্ছে।
এই সিজনে পাঁচজন নতুন বিদেশি খেলোয়াড়ও যুক্ত হয়েছেন, আর কিছু স্থানীয় খেলোয়াড়রাও আছেন এছাড়াও এই ম্যাচের আরেকটি বিশেষত্ব হলো স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিভার সংমিশ্রণ যা ম্যাচকে একটি আলাদাই পর্যায়ে নিয়ে যাবে, তা বলার অপেক্ষায় রাখে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct