অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বাংলার শস্য বীমা যোজনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার। বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এই প্রচার কর্মসূচি উপলক্ষে কৃষি দফতরের উদ্যোগে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়। বাংলা শস্য বিমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ও কৃষকদের সচেতন করতে গোটা জেলা জুড়ে আগামী কয়েকদিন আটটি গ্রাম পঞ্চায়েত ও তিনটি পুরসভা এলাকায় ঘুরবে এই ট্যাবলো। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন সবুজ পতাকা নাড়িয়ে এই ট্যাবলোর শুভ উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার উপ-কৃষি অধিকর্তা(প্রশাসন) প্রণব কুমার মুখার্জি, বালুরঘাট ব্লক কৃষি আধিকারিক তনয় সাহা সহ অন্যান্যরা। মূলত চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনও কারণে ফসল নষ্ট হলে এই বিমা থাকলে সহজে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। চাষযোগ্য জমি রয়েছে অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত, তাঁরা সকলেই এই বিমার আওতায় আসতে পারবেন।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, ‘প্রতিবছর বাংলার শস্য বীমা যোজনা সম্পর্কে ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রায় এক লাখ ৭০ হাজার কৃষকে এই প্রকল্পের আওতায় আনার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এ বছর নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct